Prakalpo

যুবশ্রী প্রকল্পে অনলাইনে ফর্ম ফিলাপ করুন – প্রতিমাসে 1500/- টাকা পান

আপনি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? এখনও বেকার? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুখবর। পশ্চিমবঙ্গের ছেলেও মেয়ে যতদিন না চাকরি পাচ্ছে, ততদিন তাদের প্রতিমাসে 1500/- টাকা করে ভাতা দেয় রাজ্য সরকার। আর এই প্রকল্পের নাম হল – যুবশ্রী প্রকল্প। শুধু টাকাই নয়, বিভিন্ন সময়ে চাকরির সুযোগও করে দেয় এই প্রকল্প।

আজকের এই আরটিকেলে আপনাদের জানাব যুবশ্রী প্রকল্প কি? এর উদ্দেশ্য কি? কিভাব ফর্ম ফিলাপ করবেন? A to Z বিস্তারত। চলুন জেনে নিই…

হোয়াটস্যাপ গ্রুপ জয়েন
টেলিগ্রাম গ্রুপ জয়েন

 

প্রকল্পের নাম: যুবশ্রী প্রকল্প

দপ্তর: শ্রম দপ্তর

বিজ্ঞাপন
   

 

প্রকল্পের উদ্দেশ্য

‘যুবশ্রী’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংক-এ নথিবদ্ধ অষ্টম শ্রেণি উত্তীর্ণ ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা হারে ভাতা পান।

২০১৩ সালের ৩ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবশ্রী প্রকল্পের সূচনা করেন।

এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা ২.৬৬ লক্ষ ও মাসিক উপভোক্তার সংখ্যা সর্বোচ্চ ১ লক্ষ। নথিভুক্ত যুবক-যুবতীরা যাতে নানা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন বা তাঁদের শিক্ষা চালিয়ে নিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যেই এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এই প্রকল্পের অধীন ভাতা-প্রাপকদের প্রতি ৬ মাস অন্তর প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য এবং তিনি এখনও প্রকল্পের সমস্ত যোগ্যতাবলির অধিকারী কিনা সেই সংক্রান্ত একটি স্ব-ঘোষণা জমা করতে হয়। এই প্রকল্পের সহায়তা নিয়ে যাঁরা চাকরি পাবেন বা স্বনির্ভর হবেন তাঁরা আর এই আর্থিক সহায়তা পাবেন না। পরিবর্তে নতুন চাকরিপ্রার্থীরা পর্যায়ক্রমিকভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন।

 

কারা আবেদনের যোগ্য

চাকরিপ্রার্থী’ হিসেবে রাজ্যের শ্রম দপ্তরের এমপ্লয়মেন্ট ব্যাংক-এ নাম নথিভুক্ত করানো এই রাজ্যে বসবাসকারী বেকার যুবক-যুবতীরা এই সুযোগ পাবেন। ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এর বেশি শিক্ষাগত যোগ্যতাও থাকতে পারে। যে বছর প্রার্থী এই প্রকল্পের আওতায় আসবেন সেই বছরের ১ এপ্রিল তাঁর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।

রাজ্য বা কেন্দ্রীয় সরকারের (স্পনসর্ড) কোনও স্বনিযুক্তি প্রকল্পের অধীন কোনও আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করেননি এমন যুবক-যুবতীরাই আবেদন করতে পারবেন। পরিবারে মাত্র একজন সদস্যই এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার সুবিধা পেতে পারেন।

 

আবেদন পদ্ধতি 

বর্তমানে অন-লাইনে প্রার্থীরা নিজেরাই ফর্ম পূরণ করতে পারবেন। 

Step 1: প্রথমে, এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ‘New Enrolment Jobseeker’ অপশনে ক্লিক করতে হবে।

Step 2: এরপরে, একটি ফর্ম ওপেন হবে, যেখানে আবেদনকারীর নাম, ইমেল, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার বিবরন, ঠিকানা দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।

Step 3: তারপর Docx. ফরম্যাটে আবেদনকারীর নিজস্ব বায়োডাটা আপলোড করতে হবে, সবশেষে আরও কিছু ডকুমেন্ট আপলোড করে Submit করে হবে।

 

কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে?

  1. Name, Date of Birth – MP Admit Card / MP certificate / Transfer Certificate or Birth Certificate
  2. Proof of Residence – Ration Card/Voter ID Card/ Passport/ Aadhaar Card
  3. Caste (other than General) – Caste Certificate
  4. Physically Challenged – PH Certificate of Govt. Hospital with minimum 40% disability
  5. Educational Qualification – Marksheets or Certificates of all Exams passed / Transfer Certificate
  6. Applicant Biodata

এই সমস্ত ডকুমেন্টের ছবি তুলে 20KB-100KB এর মধ্যে আপলোড করতে হবে।

x
বিজ্ঞাপন

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker!